‘যেকোনো মূল্যে জঙ্গিদের উত্থান বন্ধ করতে হবে’

14/08/2016 5:37 pmViews: 7
‘যেকোনো মূল্যে জঙ্গিদের উত্থান বন্ধ করতে হবে’
 
‘যেকোনো মূল্যে জঙ্গিদের উত্থান বন্ধ করতে হবে’
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যে কোনো মূল্যে জঙ্গিদের উত্থান বন্ধ করতে হবে। পুলিশ বাহিনীকে দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন।
রবিবার গাইবান্ধার সাঘাটা থানার নব নির্মিত ভবন উদ্বোধন ও জঙ্গি বিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশে আইএস আল কায়দা বলে কিছু নেই । অতিতে যারা রগ কেটেছে, দেশে নৈরাজ্য সৃষ্টি করে মানুষ মেরেছে, এখন তারাই বিচ্ছিন্ন নামে দেশে নাশকতা, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালাচ্ছে। জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা কর। আমাদের দেশের পুলিশ বাহিনী তাদের যা কিছু আছে তা দিয়ে জঙ্গি দমনে সফল হয়েছে।
তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন এবং জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করায় বিশ্বের দরবারে প্রসংশিত হয়েছেন। প্রধানমন্ত্রীর ডাকে সারা দিয়ে দেশের সব শ্রেণি পেশার মানুষ জঙ্গি দমনে ঐক্যবদ্ধ হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে সাঘাটা থানা চত্বরে পুলিশ সুপার আশরাফুল ইসলামের সভাপতিতে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে  বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর আগে মন্ত্রী নব নির্মিত সাঘাটা থানা ভবনের উদ্বোধন করেন।

Leave a Reply