যেকোনো কারখানায় ভেজালবিরোধী অভিযান চালানো হবে
১৮ জুন, ২০১৫
যখন তখন যেকোনো কারখানায় ভেজালবিরোধী অভিযান চালানো হবে জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ছোট-বড় মাঝারি কোনো কারখানা বাদ যাবে না। রাস্তার পাশের সরবতের দোকানগুলোতে এ অভিযান চালানো হবে। ভেজাল পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার সকালে শিল্প মন্ত্রণালয় সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগরীতে প্রতিদিন ৪টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে জানিয়ে আমু বলেন, অসাধু ব্যবসায়ী-বিক্রেতাদের ভেজাল, নিম্নমানের খাদ্যপণ্য ও পানীয় প্রস্তুত এবং বিপণন হতে বিরত রাখার জন্য মহানগরীতে প্রতিদিন ৪টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলার কেরানীগঞ্জ, সাভার, ধামরাই উপজেলাসহ বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে সিডিউল প্রেরণ করা হয়েছে। সিডিউল অনুযায়ী পুরো রমজান মাসজুড়ে মোবাইল কোর্ট চলবে।
সভায় অন্যদের মধ্যে শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাসসহ শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।