যুব বিশ্বকাপের শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে৷ জয়ের জন্য ভারত ১৭৮ রানের টার্গেট দিয়েছে জুনিয়র টাইগারদের৷

09/02/2020 5:53 pmViews: 6

শিরোপা থেকে ১৭৮ রান দূরে বাংলাদেশ

যুব বিশ্বকাপের শিরোপার হাতছানি বাংলাদেশের সামনে৷ জয়ের জন্য ভারত ১৭৮ রানের টার্গেট দিয়েছে জুনিয়র টাইগারদের৷

    
Südafrika Potchefstroom Cricket-Endspiel U19-Weltmeisterschaft Bangladesch vs Indien (AFP/M. Spatari)

টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি৷ শুরু থেকেই আগুন ঝরা বোলিংয়ে ভারতের দুই ওপেনারকে নাস্তানুবাদ করে তোলেন পেসার শরিফুল ও সাকিব৷ প্রথম দুই ওভারে ভারতকে কোন রানই তুলতে দেননি তারা৷  তবে ভারতীয় ওপেনারদের সতর্ক ব্যাটিংয়ে উইকেটের জন্য টাইগারদের অপেক্ষা করতে হয়েছে সাত ওভার৷ দিব্যানশ সাক্সেনাকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন অভিষেক দাস৷

প্রথম ১০ ওভারে ৪৯টি ডট বল খেলা ভারতের রান দাড়ায় ২৩৷ এরপর ৯৪ রানের জুটি জুটি ভাঙ্গেন তানজিম হাসান৷ ফিরিয়ে দেন তিলক ভার্মাকে৷ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন যাশাসবি জয়সাওয়াল৷ তবে সেঞ্চুরির আগেই তাকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কা দেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম৷ পরের বলে ফিরিয়ে দেন সিদ্ধেশ বীরকেও৷ ৪০ ওভার শেষে ভারতের স্কোর দাড়ায় ১৫৬/৫৷

এরপর আর বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে দাড়াতে পারেনি কেউ৷ ভারতের রানের খাতা থামে ১৭৭ এ৷ ৪৭ দশমিক দুই ওভারেই তাদেরকে থামিয়ে দেয় জুনিয়র টাইগাররা৷ বাংলাদেশের পক্ষে নয় ওভার বল করে ৪০ রানে তিন উইকেট তুলে নেন অভিষেক দাস৷ শরিফুল, সাকিব নিয়েছেন দুইটি করে উইকেট৷ সবচেয়ে কিপটে বোলিং করেছেন রাকিবুল হাসান৷ দশ ওভারে মাত্র ২৯ রানে এক উইকেট নিয়েছেন তিনি৷ ম্যাচে বাংলাদেশের ফিল্ডিংও ছিল দেখার নজরকাড়া৷ যে কারণে রান আউট হয়েছেন ভারতের দুই ব্যাটসম্যান৷

যুব বিশ্বকাপে প্রথমবারের মত শিরোপার হাতছানি এখন বাংলাদেশের সামনে৷ দরকার শুধু ১৭৮ রান৷

Leave a Reply