যুবলীগ নেতা জামাল হত্যায় তিন আসামি গ্রেপ্তার

07/05/2023 11:56 amViews: 3

mzamin

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে র‌্যাবের তরফ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  আজ রোববার কুমিল্লা নগরের শাকতলা এলাকায় র‌্যাব -১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন মামলার চার নম্বর আসামি মো. শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার (৪৮)।

গতকাল সকাল ছয়টায় ঢাকার রায়েরবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। গত ৩০শে এপ্রিল রাত আটটার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের বাসিন্দা জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন দুর্বৃত্ত। এ ঘটনায় ২ মে রাত সাড়ে ১১টায় দাউদকান্দি থানায় নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজনের নামে হত্যা মামলা করেন জামালের স্ত্রী পপি আক্তার।

Leave a Reply