যুবলীগ নেতার ওপর গুলিবর্ষণ গৌরনদীতে বিএনপি নেতা গ্রেফতার

02/11/2013 7:41 pmViews: 24

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আসলাম সিকদারের ওপর গুলিবর্ষণের ঘটনায় গতকাল শনিবার দুপুরে বিএনপি নেতা অহিদ-আল মামুন লাভলু সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আসলাম সিকদারের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বাটাজোর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক অহিদ-আল মামুন লাভলু। গতকাল শনিবার দুুপুরে বাটাজোর বাসষ্ট্যান্ড থেকে তাকে (লাভলুকে) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে ওইদিনই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। অপরদিকে শুক্রবার রাতে গৌরনদী থানায় আহত আসলাম সিকদার বাদি হয়ে এক সাংবাদিক, এক ইউপি চেয়ারম্যান, বিএনপি নেতা ও সর্বহারা জিয়া গ্র“পের ৫ নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে আরো ৬৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪ এর নিজস্ব প্রতিবেদক (বরিশাল) রাহাত খান, বাবুগঞ্জের আগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান হিমু, গৌরনদীর বাটাজোর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক অহিদ-আল মামুন লাভলু, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাকির হোসেন সরদার (ঘের জাকির), মাকসুদ মৃধা, সর্বহারা জিয়া গ্র“পের সদস্য মানিক চোকদার, আলামিন খান, স্বপন ওরফে ভাগ্নে স্বপন, সুজন মীর ও জাকির খান। এ ব্যাপারে সাংবাদিক রাহাত খান জানান, ১৯৯৩ সালে তার পিতা ইউনুস খানকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে আসলাম সিকদারসহ অন্যান্যদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মামলা জড়ানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, তদন্তে রাহাত খান নিদোষ প্রমানিত হলে অভিযোগপত্র থেকে তাকে অব্যাহতি দেয়া হবে।

Leave a Reply