যুবলীগ নেতার ওপর গুলিবর্ষণ ॥ গ্রেফতার-২ গৌরনদীতে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে সর্বহারা সন্ত্রাসীরা

01/11/2013 7:50 pmViews: 18

গৌরনদী প্রতিনিধি
র‌্যাবের ক্রয়ফায়ারের ভয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক সময়ের রক্তাক্ত বরিশালের উত্তর জনপদে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা জিয়া গ্র“পের শীর্ষ সন্ত্রাসীরা। ইতোমধ্যে তারা এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে পরতে শুরু করেছেন।
জানা গেছে, সর্বহারা জিয়া গ্র“পের সশস্ত্র সন্ত্রাসীরা বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আসলাম সিকদারের ওপর গুলি বর্ষণও করেছে। এতে যুবলীগ নেতার শরীরের বিভিন্ন অংশে তিনটি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশ জিয়া গ্র“পের দু’সদস্যকে গ্রেফতার করেছে। এরপূর্বে বুধবার সকালে সর্বহারা সদস্য পরিচয়ে বানারীপাড়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ জিয়াউল মোর্শেদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি প্রদর্শন করা হয়েছে।
গৌরনদীর সরিকল ইউনিয়নের পশ্চিম শাহজিরা গ্রামের মৃত সেকান্দার সিকদারের পুত্র ও যুবলীগ নেতা আসলাম সিকদার জানান, শুক্রবারের কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচী পালনের জন্য বৃহস্পতিবার রাতে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাড়ির সন্নিকটে পৌঁছলে সর্বহারা জিয়া গ্র“পের সদস্য মানিক ও মাসুমের নেতৃত্বে তাদের সহযোগীরা তার পথরোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা অর্তকিত ভাবে তার ওপর গুলিবর্ষণ করলে সে দৌঁড়ে পালানোর চেষ্ঠাকালে তার পায়ে একটি ও কোমড়ে দুটি গুলিবিদ্ধ হয়। একপর্যায়ে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সর্বহারা সন্ত্রাসীরা পিছু হটে। পরে স্থানীয়রা তাকে (আসলামকে) উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর পূর্ণরায় সর্বহারাদের আনাগোনায় এলাকাবাসির মধ্যে চরম আতংক বিরাজ করছে।
সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফোরকান জানান, খবর পেয়ে তিনিসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের কাছে জানতে পারেন সন্ত্রাসীরা দশ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার ভোরে দক্ষিণ শাহজিরা গ্রাম থেকে র্সবহারা জিয়া গ্র“পের সক্রিয় সদস্য সুজন ও নুরুল হককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আসলামের বড় ভাই আবুল কালাম সিকদার বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply