যুবকদের নজরুলের শক্তি ধারণ করতে হবে: মাহবুব

30/08/2015 4:25 pmViews: 5
যুবকদের নজরুলের শক্তি ধারণ করতে হবে: মাহবুব


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শক্তি ধারণ করকে যুবকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেছেন, ক্ষমতাসীনরা গণতন্ত্রকে যে ঘরে বন্দি করে রেখেছে যুবকদের নজরুলের শক্তি ধারণ করে ওই ঘরের কপাট ভেঙ্গে ফেলার শপথ নিতে হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল, কর রে লোপাট… কবিতার লাইনটি কাজী নজরুল ইসলামের কণ্ঠে উচ্চারিত হত। তাই আজ যুবকদের নজরুলের শক্তি ধারণ করে গণতন্ত্রের কপাট ভেঙে ফেলার সংগ্রামে নামতে হবে।

সরকারকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, বিএনপিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী দল বললেই দেশের বর্তমান সমস্যার সমাধান হবে না। কারণ এই সমস্যা রাজনৈতিক সমস্যা। তাই রাজনৈতিকভাবেই এই সমস্যা সমাধান করতে হবে।

দেশে আজ কোনো গণতন্ত্র নেই মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশে মাহবুব বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর এর জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালদো জিয়ার নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে আমাদেরকে রাজপথে নামতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার। এসময় আরো বক্তব্য দেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

Leave a Reply