‘যুদ্ধ কারো জন্যই ভালো নয়’

05/03/2020 8:35 pmViews: 2

‘যুদ্ধ কারো জন্যই ভালো নয়’

 

'যুদ্ধ কারো জন্যই ভালো নয়'

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনেতিক দফতরের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, সিরিয়ার ইদলিবে চলমান যুদ্ধ কারো জন্যই ভালো নয়। রুশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সিরিয়ার ভূখণ্ডে সেদেশের সরকারের কর্তৃত্বের ওপর গুরুত্ব আরোপ করেন। হামাস নেতা বলেন, আমরা ফিলিস্তিনিরা দীর্ঘ ১০ বছর ধরে সিরিয়ায় ছিলাম। সেই ইতিহাস ভুলতে পারব না। তবে এখন সিরিয়ায় আমাদের কোনো যোদ্ধা নেই।

ইসমাইল হানিয়া আরও বলেন, সিরিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হামাসের সমর্থন রয়েছে এবং হামাস সিরিয়াকে ভাঙার বিরোধী। ইদলিবে হামাসের যোদ্ধারা অংশ নিচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। সেখানে হামাসের কেউ যুদ্ধ করছে না।দখলদার ইসরায়েলের সংসদ নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলেন, হামাস ইসরায়েলের নির্বাচনের ফলাফলকে গুরুত্ব দেয় না। প্রধান দুই দলের মধ্যে অমিলের চেয়ে মিলই বেশি। উভয়ই ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করেছে। কাজেই তাদের নির্বাচনের ফলাফলে নতুন কিছুই নেই।

ফিলিস্তিনের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ নামের যে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা পেশ করেছে তা নিয়ে আলোচনা করতে রাশিয়া সফরে গেছেন ইসমাইল হানিয়া।

বিডি প্রতিদিন/আরাফাত

Leave a Reply