যুদ্ধে ইসরাইলের অর্থনৈতিক ক্ষতি ৪৮ বিলিয়ন ডলার ছাড়াতে পারে

24/11/2023 9:27 pmViews: 2

 

mzamin

facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button

গাজায় চলমান যুদ্ধের প্রভাবে ২০২৩ ও ২০২৪ সালে মোট ৪৮ বিলিয়ন ডলার ক্ষতি হবে ইসরাইলি অর্থনীতির। বৃহস্পতিবার একটি আর্থিক পরামর্শকারী সংস্থা এ রিপোর্ট দিয়েছে। ‘লিডার ক্যাপিটাল মার্কেটস’ জানিয়েছে, সম্ভবত এ যুদ্ধে যে ব্যয় হবে তার দুই-তৃতীয়াংশ বহন করবে ইসরাইল। আর বাকি অংশ সামরিক সহায়তার আকারে মার্কিন যুক্তরাষ্ট্র বহন করবে। এ খবর দিয়েছে আনাদলু।

খবরে জানানো হয়, এর আগে এই যুদ্ধের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি ৫৪ বিলিয়ন ডলার বা ২০০ বিলিয়ন শেকেল অনুমান করা হয়েছিল। ইসরাইলের জাতীয় অর্থনৈতিক পরিষদ যে ভবিষ্যতবাণী করেছে, তার থেকে ‘লিডার ক্যাপিটাল মার্কেটস’-এর অনুমান কিছুটা কম। ইসরাইলের অর্থ মন্ত্রণালয় অক্টোবরে জানিয়েছিল যে, এ যুদ্ধের কারণে প্রতিদিন ২৭০ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে।

ব্লুমবার্গের মতে ইসরাইল-হামাসের মধ্যেকার চলমান এই যুদ্ধ এরইমধ্যে গত অর্ধ শতাব্দীর মধ্যে সবথেকে ভয়াবহ যুদ্ধে পরিণত হয়েছে। এরমধ্যে লিডার ক্যাপিটাল মার্কেটের পরিসংখ্যানের অর্থ হল যে, এই যুদ্ধ দীর্ঘদিন পরিচালনা করতে হলে ইসরাইলি সরকারকে আবারও অর্থ ধার নিতে হবে।
ইসরাইলের অর্থ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষক ইয়ালি রোটেনবার্গকে উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে, আমরা এমন একটি পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি যে আগামী বেশ কয়েক মাস ধরে এ লড়াই চলবে।

Leave a Reply