যুদ্ধাপরাধ মামলার আসামি আহম্মদ আলীর ঢামেকে মৃত্যু

29/10/2015 10:52 amViews: 9

যুদ্ধাপরাধ মামলার আসামি আহম্মদ আলীর ঢামেকে মৃত্যু

 

একাত্তরের যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার নেত্রকোণার আহম্মদ আলী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। বুধাবার রাত ১২ টার দিকে ৭০ বছর বয়সী ওই আসামির মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক গণমাধ্যমকে আহম্মদ আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেপ্টেম্বর মাসেও একবার তিনি অসুস্থ হয়েছিলেন। সে সময় তাকে হাসপাতাল রেখে কয়েকদিন চিকিৎসাও দেওয়া হয়েছিল। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষ আহম্মদ আলীকে হাসপাতালে নিয়ে  গেলে তাকে ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

Leave a Reply