যুদ্ধাপরাধীদের বাঁচাতেই সহিংসতা চালাচ্ছে বিএনপি

31/12/2013 8:37 pmViews: 6

pm hasinaযুদ্ধাপরাধীদের বাঁচাতেই বিএনপি ও জামাত দেশজুড়ে পরিকল্পিতভাবে সহিংসতা চালাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর জামাত-শিবির অংশ নিতে পাবে না বলেই নির্বাচনে আসেনি বিএনপি বলেও জানান তিনি। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে একের পর এক সহিংসতা চালাচ্ছে। রাস্তার পাশের গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিরোধীদলেন নেতা যতোই চেষ্টা করুন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। মানবতাবিরোধী অপরাধের বিচার কেউ বন্ধ করতে পারবে না। একজনের ফাঁসি হয়েছে। ইনশাল্লাহ.. দোষী অন্যদের সাজাও কার্যকর হবে।

বিরোধীদলের আন্দোলনের তীব্র সমালোচনা করে শেখ হাসিনা আরো বলেন, আমরা কাজ করছি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে। অথচ বিএনপি-জামাত দিনের পর দিন হরতাল-অবরোধ দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে।

তিনি বলেন, আমি বারবার সমঝোতার জন্য আহ্বান জানিয়েছি। বিরোধীদলের নেতাকে ফোন করেছি কিন্তু তারা সাড়া পাইনি।

Leave a Reply