যুক্তরাষ্ট্র সফরে ইমরান খানের পক্ষ নিলেন বিলাওয়াল

20/05/2022 2:59 pmViews: 4

যুক্তরাষ্ট্র সফরে ইমরান খানের পক্ষ নিলেন বিলাওয়াল

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পররাষ্ট্রনীতির অধীনে রাশিয়া সফরের পক্ষে অবস্থান নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেছেন, কখনো কোনো যুদ্ধের অংশ নয় পাকিস্তান এবং তা হতেও চায় না। তিনি বলেন, সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকারকে সুযোগ দেয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন যে, ইমরান খানের একজন দায়িত্বশীল বিরোধী দলীয় নেতা হিসেবে ভ‚মিকা রাখা উচিত। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

ক্ষমতাচ্যুত করার জন্য বার বারই মার্কিন সরকারকে অভিযুক্ত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বিশ্বাস করেন ইউক্রেনে রাশিয়া যখন আগ্রাসন চালায়, সে সময় তিনি রাশিয়া সফরে যাওয়ার কারণে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি চর্চা করে যাওয়ার ওপর জোর দেন।

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিলাওয়াল। তাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেন ফোনে আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে বিলাওয়াল নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে বৃহস্পতিবার সংবাদ সম্মেল করেছেন তিনি

Leave a Reply