যুক্তরাষ্ট্র ও সৌদিকে আলকায়দার হুমকি

12/01/2016 7:24 pmViews: 6
যুক্তরাষ্ট্র ও সৌদিকে আলকায়দার হুমকি
আল-কায়েদার ইয়েমেনি শাখা সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। সৌদি আরবে সম্প্রতি শিয়া নেতা নিমর আল-নিমরসহ বেশ কয়েকজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিক্রিয়ায় এই হুমকি দিয়েছে জঙ্গি সংগঠনটি। যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে আল-কায়েদার সদস্যরাও ছিল বলে আল কায়দার দাবি।

জঙ্গি সংগঠনটির ইয়েমেনি শাখার বোমা তৈরির বিশেষজ্ঞ ইব্রাহিম বিন হাসান আল-আসিরির ধারণ করা এক অডিও বার্তায় এই হুমকি দিয়েছেন। কথিত অডিও বার্তাটি সোমবার প্রকাশ করা হয়। খবর দ্যা টাইমস অব ইসরাইলের।

অডিওতে দাবি করা হয়, আরব উপদ্বীপ দখলদারের বিরুদ্ধে ধর্মযুদ্ধ করায় তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

আল-কায়েদার ওই নেতা আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন। সৌদি আরবকে ‘ভিন্ন উপায়ে’ দেখে নেয়ার কথা বলেছেন তিনি। এই ‘ভিন্ন উপায়’ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

Leave a Reply