যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন বাংলাদেশে বিনিয়োগে এখনও অনেক বাধা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন
বাংলাদেশে বিনিয়োগে এখনও অনেক বাধা
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এখনও অনেক বাধা রয়েছে। অপর্যাপ্ত অবকাঠামো, আর্থিক প্রতিবন্ধকতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং দুর্নীতি অব্যাহতভাবে বিদেশি বিনিয়োগকে ব্যাহত করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রনালয়ের অর্থনৈতিক এবং ব্যবসা বিষয়ক ব্যুরো প্রকাশিত ‘২০১৫: ইনভেস্টমেন্ট ক্লাইমেট স্টেটমেন্ট’ শীর্ষক দীর্ঘ প্রতিবেদনে বাংলাদেশ অংশে এ কথা বলা হয়েছে। বাংলাদেশ নিয়ে ২৭ পৃষ্ঠার ওই বিবৃতিতে আরও বলা হয়, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছু বাধা কমিয়ে আনতে বাংলাদেশ ধীর গতিতে উন্নতি করেছে। কিন্তু এখনও অনেক বাধা রয়েছে। দ্বন্দ্ব সমাধানের কার্যকর বিকল্প পদ্ধতির অভাব এবং বিচারিক প্রক্রিয়ার ধীর গতি ব্যবসায়িক চুক্তি ও দ্বন্দ্বের সমাধান প্রয়োগকে ব্যাহত করছে। এছাড়া ২০১৫ সালের প্রথম চতুর্ভাগে বিতর্কিত নির্বাচনের এক বছরপূর্তিতে ব্যাপক রাজনৈতিক সহিংসতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। তবে ব্যবসা ও বিনিয়োগের ওপর স্বল্পমেয়াদে নেতিবাচক প্রভাবের উদ্বেগ বৃদ্ধি পেলেও ২০১৫ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ শতাংশের উপরেই রয়েছে।