যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ‘বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই প্রতিধ্বনি’: মির্জা ফখরুল
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ‘বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই প্রতিধ্বনি’ উল্লেখ করে ‘সরকারের পদত্যাগ’ এর দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েব সাইটে ‘পরিবর্তিত ভিসানীতি’ প্রকাশের ২৪ ঘন্টা পর বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করার সকল প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এবং একই সাথে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ন সমাবেশ করার স্বাধীনতা ও অধিকার চর্চাকে সহিংসভাবে দমনের যে কোনো নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অবস্থান নিয়েছে তা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিরই সুস্পষ্ট প্রতিধ্বনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনায় আক্রান্ত হয়ে গত ২৩ মে থেকে স্কয়ার হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণার পর বিএনপি মহাসচিবের পক্ষে দলের সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরে এই বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।