যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার পর আফগানিস্তানে বিমান চলাচল শুরু

09/09/2021 10:49 pmViews: 16

যুক্তরাষ্ট্রের চলে যাওয়ার পর আফগানিস্তানে বিমান চলাচল শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সেনাদের চলে যাওয়ার পর আফগানিস্তানে আবারো বিমান চলাচল শুরু হয়েছে। প্রথম বাণিজ্যিক ফ্লাইটে কাতার এয়ারওয়েজের একটি বিমান যাত্রী নিয়ে কাবুল বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার কাতারের গণমাধ্যম আল-জাজিরা এমন সংবাদ প্রকাশ করেছে।

১০ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সেনাবাহিনী ও তাদের সমর্থক আর মদদদাতা আফগানরা চলে যাওয়ার পর আফগানিস্তানে আবারো বিমান চলাচল শুরু হয়েছে। এছাড়া কাবুল বিমানবন্দর থেকে প্রথম আন্তর্জাতিক বাণিজ্যিক বিমানের ফ্লাইটও চালু হয়েছে। কাতারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে কাবুল বিমানবন্দর এখন পুরোপুরি চালু।

বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের রানওয়ে থেকে কাতারের বিশেষ দূত মুতলাক আল-কাহতানি বলেন, ‘বিমান চলাচলের জন্য কাবুল বিমানবন্দর এখন ৯০ শতাংশ তৈরি। পরে এ বিমানবন্দরটি পুনরায় পরিকল্পিতভাবে সম্পূর্ণরূপে চালু করা হবে।

তিনি আরো বলেন, আজ আফগানিস্তানের জন্য একটি ঐতিহাসিক দিন কারণ এখন থেকে কাবুল বিমানবন্দর সম্পূর্ণরূপে চালু হলো। আমরা এ বিমানবন্দর চালু করতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। কিন্তু, এখন আমরা বলতে পারি যে এ বিমানবন্দরটি বিমান চলাচলের জন্য সম্পূর্ণ তৈরি।

বৃহস্পতিবার সকালে কাতার এয়ারওয়েজের একটি বিমান বিভিন্ন মানবিক সাহায্য নিয়ে কাবুল বিমানবন্দরে পৌঁছায়। পরে এটা আবার আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে কাতারের দোহার উদ্দেশ্যে রওনা দেয়। ওই সময় বিমানে করে অনেক বিদেশী নাগরিকদের আফগানিস্তান থেকে নিয়ে যাওয়া হয়।

কাতার ও তুরস্কের প্রকৌশলী দলগুলো কাবুল বিমানবন্দর চালু করতে সহযোগিতা করেছে। এর আগে পশ্চিমা সেনাবাহিনী ও তাদের সমর্থক আর মদদদাতা আফগানদের এ বিমানবন্দর দিয়ে সরিয়ে নেয়া হয়। এ সময় বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কারণে কাবুল বিমানবন্দরের প্রভূত ক্ষতি হয়।

কাতারের এ সাহায্যের কারণে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি আরো বলেন, এ বিমানবন্দরটি দ্রুতই সম্পূর্ণরূপে চালু করা হবে। ওই সময় কাবুল বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট চলাচল শুরু করবে।

আফগানিস্তান ছাড়তে ২০০ ব্যক্তিকে অনুমতি দিলো তালেবান

আফগানিস্তানে আটকে পড়া মার্কিন ও অন্য দেশীয় মোট দুই শ’ ব্যক্তিকে দেশটি ছেড়ে যাওয়ার অনুমতি দিয়েছে নতুন ক্ষমতাসীন তালেবান প্রশাসন। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত এক খবরে এই তথ্য জানায় ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি জালমে খলিলজাদ তালেবান কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এই অনুমতি দেয়া হয়।

এর আগে ৩০ আগস্ট আফগানিস্তান থেকে বহুজাতিক বাহিনীর প্রত্যাহার কার্যক্রম শেষ হওয়ায় মার্কিন ও তৃতীয় দেশের নাগরিক এই বেসামরিক ব্যক্তিরা দেশটিতে আটকা পড়েন।

বৃহস্পতিবার তারা আফগানিস্তান ছেড়ে যাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এই মার্কিন ও তৃতীয় দেশের নাগরিক কারা এবং তারা কিভাবে আফগানিস্তান ছাড়বেন, সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র : রয়টার্স ও আল-জাজিরা

Leave a Reply