যুক্তরাষ্ট্রও পর্যবেক্ষক পাঠাবে না
ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথের পর এবার যুক্তরাষ্ট্রও দশম সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দিয়েছে।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন পাসাকি এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।
রোববার কমনওয়েলথ মহাসচিব এক চিঠিতে নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। কমনওয়েলথ মহাসচিবের চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং পরিবেশ না থাকায় তারা ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণ করবে না।
২ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে কমনওয়েলথ মহাসচিবের কাছে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল।
এর আগে গত শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল। ইইউ এজন্য প্রায় একই কারণ দেখিয়েছে।