যুক্তরাজ্যে টকটক হ্যাকিং, কিশোর গ্রেফতার
যুক্তরাজ্যের ফোন কোম্পানি টকটক হ্যাকিং এর অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ফোন অপারেটর টকটকের চল্লিশ লাখের বেশি গ্রাহক রয়েছে।
উত্তর আয়ারল্যান্ডের অ্যানট্রিম কাউন্টি থেকে ওই কিশোরকে সোমবার বিকালে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড।
তার বিরুদ্ধে কম্পিউটারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরের নাম জানায়নি পুলিশ।
গত সপ্তাহে টকটকের ওয়েবসাইট কয়েক দফা সাইবার হামলার শিকার হয়।
এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং এবং ব্যক্তিগত তথ্য চুরি করা হয়ে থাকতে পারে বলে আশংকা প্রকাশ করেছিল টকটক। তবে কত গ্রাহকের তথ্য চুরি করা হয়েছে, সে সম্পর্কে তারা কোন ধারণা দিতে পারেনি।
তবে এখন টকটকের কর্মকর্তারা বলছেন, প্রথমে সাইবার হামলাটিকে যত বড় বলে ভাবা হয়েছিল, আসলে তার পরিধি ছিল অনেক কম।
যুক্তরাজ্যের এই ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির চল্লিশ লাখের বেশি গ্রাহক রয়েছে। বিবিসি।