যিশুর পুনরুত্থানের দিন ‘ইস্টার সানডে’

20/04/2014 3:08 pmViews: 11
যিশুর পুনরুত্থানের দিন 'ইস্টার সানডে'

 

আজ খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে এ দিনটি। সারাবিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও প্রার্থণা ও নানা আনুষ্ঠানিকতায় ব্যস্ত রয়েছেন।

 

খ্রিস্ট ধর্মমতে, মানব জাতির পরিত্রাণের জন্য যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার ৩ দিন পর পুনরুত্থিত হন। তার পুনরুত্থানের এ দিনটিকেই ইস্টার সানডে হিসেবে পালন করা হয়।

 

রোববার সকালে থেকেই ইস্টার সানডে উপলক্ষে রাজধানীসহ দেশের গির্জায় বিশ্বশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বিবাদ ভুলে নিজ নিজ অবস্থান থেকে দেশের কাজে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান যাজকরা।

 

এবারের এ দিবসটি উপলক্ষে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ খ্রিষ্টধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

 

এদিকে বাংলাদেশ খ্রিষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং মহাসচিব নির্মল রোজারিও এক বিবৃতিতে দেশ-বিদেশের খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

 

এছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়।

Leave a Reply