‘যারা গণহত্যা দিবস চায় না তারা স্বাধীনতাও চায় না’

27/03/2017 6:45 pmViews: 7
‘যারা গণহত্যা দিবস চায় না তারা স্বাধীনতাও চায় না’
 
‘যারা গণহত্যা দিবস চায় না তারা স্বাধীনতাও চায় না’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা গণহত্যা দিবস পালন করে না, তারা জনগণের কল্যাণ চায় না, স্বাধীনতা চায় না। বিএনপি আছে হানাদার বাহিনীর সঙ্গে, আছে আল-বদর রাজাকারদের সঙ্গে। তারা সাধারণ মানুষের পাশে নেই।
তিনি বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। যখন তারা ক্ষমতায় ছিল দেশের উন্নতি হয়নি।
আজ সোমবার কৃষিবিদ ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ক্ষুধার্থ মানুষদের দেখিয়ে বিদেশ থেকে সহায়তা এনে নিজের উন্নতি করেছে তারা। আমরা নিজেদের ভাগ্য গড়তে আসিনি, মানুষের ভাগ্যের উন্নয়ন করতে এসেছি।

Leave a Reply