যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত ডিএসইর লেনদেন
যান্ত্রিক ত্রুটিতে ব্যাহত ডিএসইর লেনদেন
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় দেড় ঘণ্টা লেনদেন বন্ধ ছিল। প্রতিদিন সকাল সাড়ে দশটায় শুরু হলেও আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে লেনদেন চালু হয়।
ডিএসই সূত্রে জানা যায়, ট্রেডিং ইঞ্জিন চালু না হওয়ার কারণে ডিএসইতে লেনদেন বন্ধ ছিল। তবে কী কারণে এ সমস্যা হলো, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে।
গত ২৪ মে কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন যথাসময়ে শুরু হয়নি। এছাড়া গত বছরের এপ্রিলেও কারিগরি ত্রুটির কারণে এক দিন ডিএসইতে লেনদেন সময়মতো শুরু করা সম্ভব হয়নি।