যানজট এড়াতে মহাসড়কে ওয়াচ টাওয়ার বসানো হবে
কোরবানির পশু বেচাকেনায় চাঁদাবাজি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়ে কামাল বলেন, মহাসড়কে যেন যানজটের সৃষ্টি না হয় এবং লঞ্চে অতিরিক্ত যাত্রী যেন না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে। চামড়া পাচার ঠেকাতেও আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেন, কোরবানির পশু বেচাকেনায় জাল টাকার লেনদেন ঠেকাতে প্রতিটি হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। ঈদের সময়ে রাজধানীতে পুলিশি টহল বাড়ানো হবে বলেও জানান মন্ত্রী।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।