যশোরে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৪

28/05/2015 3:21 pmViews: 8
যশোরে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ৪

 ২৮ মে, ২০১৫

যশোরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮ কেজি তিনশ’ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চাঁচড়া এলাকায় সাতক্ষীরাগামী একটি বাসে অভিযান চালিয়ে ১২৬টি স্বর্ণবারসহ চারজনকে আটক করা হয়েছে।

খুলনার আর্মড পুলিশ ব্যাটিলিয়নের অধিনায়ক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে সাতক্ষীরাগামী ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা এক্সপ্রেসে অভিযান চালিয়ে ১৮ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ চারজনকে আটক করা হয়। এরমধ্যে ১২১টি ছোট আকৃতির ও ৫টি বড় আকৃতির স্বর্ণবার রয়েছে। তবে আটকৃতদের নাম তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা।

Leave a Reply