যশোরে ১১০ স্বর্ণের বার উদ্ধার

05/09/2015 1:37 pmViews: 7
যশোরে ১১০ স্বর্ণের বার উদ্ধার

যশোরের বাঘারপাড়া একটি প্রাইভেটকারের গিয়ার বক্সের ভেতর থেকে ১১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে এই স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় সাড়ে ১২ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ জানান, গত ২ সেপ্টেম্বর বাঘারপাড়া থানা পুলিশ যশোর-নড়াইল সড়কের ভিটাবল্লা নামক স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করে। তবে ওই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে প্রাইভেটকারটি থানায় এনে রাখা হয়। শুক্রবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই গাড়িতে স্বর্ণের বার রয়েছে। এ সংবাদের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করে গিয়ার বক্সের মধ্যে থেকে ১১০টি সোনার বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় সাড়ে ১২ কেজি।

Leave a Reply