যশোরে সাংবাদিককে পিটিয়েছে হরতালকারীরা
যশোর সংবাদদাতা : যশোরের রূপদিয়ায় এক সাংবাদিককে বেধড়ক মারপিট করে তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে হরতালসমর্থকরা। রবিবার বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার লাবুয়াল হক রিপন যশোর থেকে প্রকাশিত দৈনিক সমাজের কথার স্টাফ রিপোর্টার।
হামলার শিকার রিপন জানান, সকালে তিনি পেশাগত দায়িত্ব পালনের জন্য বসুন্দিয়া এলাকা থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া এলাকায় পৌঁছালে মুনসেফপুর মোড়ে হরতাল সমর্থক বিএনপি-জামায়াত ও শিবিরেরকর্মীরা তার গতিরোধ করে।
সাংবাদিক পরিচয় পাওয়ার পরও আমিনুর মেম্বরের নেতৃত্বে তাকে বেধড়ক মারপিটের পর তার ল্যাটপটটি কেড়ে নেয় হরতালসমর্থকরা। তাকে রাস্তায় ফেলে উপর্যুপরি মারপিটের পর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয় লোকজন তাকে সরিয়ে নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানিয়েছেন, রিপনকে উদ্ধার করে তিনি নিজে হাসপাতালে ভর্তি করেছেন।