যশোরে যুবলীগ নেতা খুন, শহরে তাণ্ডব
যশোর : যশোরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম শিপন ওরফে টাক শিপন খুন হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে তাকে গুলি করে হত্যা করা হয়। শিপন শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ঘোপ সেন্ট্রাল রোডের নূর ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরে তাণ্ডব চালিয়েছে যুবলীগ-ছাত্রলীগ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, শিপন ঘোপ সেন্ট্রাল রোডে একটি চা দোকানে বসে গল্প করছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ শিপনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে যুবলীগ শিপন হত্যার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। তারা মিছিল থেকে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে।