যশোরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

23/12/2013 8:19 pmViews: 6

যশোরের মণিরামপুরে হাফিজুর রহমান (২৫) নামে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন রাসেল (২৪) নামে আরেকজন।

সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা গ্রামে এ ঘটনা ঘটে।

তবে  জেলা বিএনপির দাবি- আওয়ামী লীগের ক্যাডাররা হাফিজুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে।

নিহত হাফিজুর রহমান মাছনা গ্রামের শহর আলীর ছেলে। আহত রাসেল গ্রামের ইরফান আলীর ছেলে।

হাফিজুরের ভাই আব্দুর রহিম অভিযোগ করে জানিয়েছেন, রাসেলের নেতৃত্বে ৭/৮ জন তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হাফিজুরকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

রাসেলের মা আফরোজা বেগম অভিযোগ করে জানান, হাফিজুরের নেতৃত্বে তার বাড়িতে হামলা চালিয়ে রাসেলকে কুপিয়ে জখম করা হয়। এরপর তারা রাসেলকে হাসপাতালে নিয়ে যান। হাফিজুর কিভাবে মারা গেছে তা তারা জানেন না।

এদিকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু দাবি করেছেন, হাফিজুর বিএনপির কর্মী ছিলেন। ক্ষমতাসীন দলের ক্যাডাররা তাকে কুপিয়ে হত্যা করেছে।

মণিরামপুর থানার ওসি মীর রেজাউল ইসলাম জানান, পূর্ব শত্রু তার জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হাফিজুর ও রাসেল আহত হন। তিনি জানান, তাদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজুরের মৃত্যু হয়েছে।

Leave a Reply