যশোরে বিএনপি-জামায়াতের হামলায় যুবলীগ নেতা নিহত
যশোর সংবাদদাতা : অভয়নগরে বিএনপি-জামায়াতের হামলায় নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুল (৩৫) নিহত হয়েছেন।
রবিবার সকাল ৯টার দিকে নওয়াপাড়া ফেরিঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকেই যুবলীগ নেতা শিমুল তার লোকজন নিয়ে নওয়াপাড়ায় হরতালবিরোধী মহড়া দেয়। সকাল ৯টার দিকে তারা নওয়াপাড়া ফেরিঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় অবস্থান করছিল। এসময় হরতাল সমর্থনে বিএনপি-জামায়াতের একটি মিছিল ওই এলাকায় যায়। এ মিছিল থেকে শিমুলের ওপর হামলা চালানো হয়। তাকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে যায় হরতাল সমর্থকরা। ঘটনাস্থলের পাশে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয়ার পর সেখানে শিমুলের মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি-জামায়াতের হামলায় শিমুল ঘটনাস্থলেই নিহত হন। তার লাশ অভয়নগর থানায় রয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।