যশোরে বাস উল্টে আহত ২০

22/03/2014 7:23 amViews: 8

 

 

jassor যশোরে সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে যাওয়ায় কোলকাতাগামী কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার যশোর মাগুরা সড়কের রাজাপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের বাসটি যশোর সদর উপজেলার রাজাপুরে পৌঁছালে একটি মটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে মটরসাইকেল আরোহী দুই যাত্রী বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। সেই সঙ্গে আহত হন বাসের ১৮ জন যাত্রী।

 

এর মধ্যে ৫ জনকে যশোর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাসটি রাস্তার ওপর উল্টে যাওয়ায় যশোর-মাগুরা রুটে যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

 

খবর পেয়ে পুলিশ গিয়ে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। সোহাগ পরিবহন সুত্র জানা যায়, বাসটির অধিকাংশই কলকাতার যাত্রী ছিলেন।

Leave a Reply