যশোরে পিকনিক বাস খাদে : আহত আরো এক ছাত্রের মৃত্যু
বেনাপোল, ২৮ ফেব্রুয়ারি : যশোরের চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলা এলাকায় স্কুল শিক্ষার্থীদের একটি পিকনিক বাস ২ ফেব্রুয়ারি দুর্ঘটনায় আহত আরেক ছাত্র মারা গেছে। তার নাম ইকরামুল (১০)।
শুক্রবার সকালে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সে বেনাপোল ছোট আঁচড়া গ্রামের মনির হোসেনের ছেলে।
প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ঝাউতলায় শিক্ষার্থীবাহী পিকনিকের বাসটি পুকুরে পড়ে ৭ শিশু নিহত ও অর্ধশত আহত হয়। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বহন করা বাসটি মেহেরপুরের মুজিবনগর থেকে ফেরার পথে এ দুর্ঘটনা হয়।