যশোরে ইউপি চেয়ারম্যান খুন
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, দুপুরে জিল্লুর রহমান মিন্টু দাওয়াত খেতে ইউনিয়ন পরিষদের পাশে শহীদ মশিউর রহমান স্কুলে যান। সেখানে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডের পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী যশোর-চৌগাছা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বর্তমানে চৌগাছায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আশরাফ হোসেন আশা দুর্বৃত্তদের হাতে খুন হন। আশরাফ হোসেন আশা হত্যা মামলার আসামি বিএনপি কর্মী ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান গত সোমবার রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন। এই খুনের মাত্র দুইদিনের মাথায় খুন হলেন জিল্লুর রহমান মিন্টু।
জিল্লুর রহমান মিন্টুর বাবা চৌগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান।