‘যদি বেঁচে থাকতে চান, তাহলে নিচের নম্বরে ১০ লাখ টাকা পাঠাবেন’

30/09/2013 5:25 pmViews: 14

mhk.thumbnailচাঁদপুর সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।

ওই চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের কাছে চাঁদাও দাবি করা হয়।

ঢাকার বসুন্ধরা এলাকার রাশেদ আলম খান নামের এক ব্যক্তির ডাকযোগে পাঠানো ওই চিঠিটি সোমবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের কার্যালয়ে পৌঁছে বলে তিনি নিজে এবং পুলিশ নিশ্চিত করেছে।

কচুয়া থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার বলেন, এ ঘটনায় সোমবার বিকালে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০৬১) করেছেন।

ওসি আরো জানান, চিঠিটি হাতে লেখা। চিঠিতে ইউএনও ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ১০ লাখ টাকা পাঠাতে বলা হয়।

“যদি বেঁচে থাকতে চান, তাহলে নিচের নম্বরে ১০ লাখ টাকা পাঠাবেন। আর শেখ হাসিনাকে বলবেন, মরনের সময় ঘনিয়ে আসছে।”

চিঠিতে ০১৯৮৭৫২১২৮৫, ০১৯২৯২৯১৬৩৪, ০১৭৬৮৬৭৫৭৯০, ০১৭৬৯৯২২৭৮৭, ০১৮৫১৫৪২৩৬৬ এই ফোন নম্বরগুলো দেয়া হয়।

ওসি আলমগীর হোসেন মজুমদার আরো জানান, বিষয়টি অতীব গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply