যথাসময়ে তফসিল : সিইসি

24/10/2013 5:29 pmViews: 14

cec.প্রতিবেদক : সংসদ অধিবেশন চললেও যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেছেন, আপনারা (সাংবাদিক) যদি তদির চিন্তা করেন না।

উল্লেখ্য, নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন চলছে। বুধবার সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধানুযায়ী ৭ নভেম্বর পর্যন্ত তা চলবে। এর আগে ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে কমিশনের বৈঠকের শেষে নিজ কক্ষে যাওয়ার প্রাক্কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন অনুষ্ঠানে আমাদের (ইসি) সব ধরণের প্রস্তুতি আছে। অতি আন্তরিকতার (যত্ন সহকারে) সঙ্গে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে কাজ করছি। আমরা চাই, সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

চলতি অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে, সেক্ষেত্রে সংসদ অধিবেশন চলাকালে ন্যূনতম ৪৫ দিন সময় রেখে তফসিল ঘোষণায় অসুবিধা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, যদি, তদি নিয়ে চিন্তা করবেন না। যখন আমরা আসব, তখন বলব। ঠিক সময়ে তফসিল ঘোষণা করা হবে। যাতে কারো কোনো অসুবিধা না হয়, সময়ের সর্টেজ না হয়। এনাফ টাইম দেবো আমরা।

সিইসি বলেন, ভোটকেন্দ্র ও কক্ষের গোপন কক্ষ’টি চট বা কাপড়ের বদলে মোটা আবরণ দিয়ে মুড়ে দেয়ার উদ্যোগ নিয়েছি। কারণ হিসেবে তিনি বলেন, কাঠ দিয়ে তৈরি করলে বহন করা ঝামেলা হয় এবং রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। তাই সহজে বহনযোগ্য এবং দীর্ঘস্থায়ী হওয়ার বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সালাউদ্দিন কাদের চৌধুরী প্রতিষ্ঠিত দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নিবন্ধন প্রসঙ্গে সিইসি বলেন, ২০০৮ সালে নিবন্ধনের আবেদন করলে দলটির তথ্য ভুল থাকায় তাদের নিবন্ধর দেয়া হয়নি। তারা আদালতে মামলা করলে গত ১ অক্টোবর আদালত আমাদের একটি চিঠি দিয়ে জানায়, এনডিপির তথ্যগুলো পুণরায় যাচাই করে তাদের বিষয়টি দেখার জন্য বলা হয়। এখন নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় আমরা বিষয়টি নিয়ে ভাবছি না।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আচরণবিধি সংশোধন নিয়ে কাজ চলছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমান সংবিধান অনুযায়ী আমরা কাজ করছি।

নির্বাচন পরিচালনায় কমিশনের অতিরিক্ত শক্তি বাড়ানোর দরকার পড়বে কিনা সাংবাদিক অপর এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংবিধান আমাদের বড় শক্তি। সংবিধান অনুযায়ী যে কোন সংস্থা থেকে আমরা সহযোগিতা চাইতে পারি। বর্তমানে আমাদের বাড়তি কোন শক্তির প্রয়োজন নেই।

রিটার্নিং অফিসার হিসেবে ডিসিদের নিয়োগ করলে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) থাকবে কি না জানতে চাইলে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, বিষয়টি আমরা সেইভাবে দেখছি না। যারা যোগ্য এবং অভিজ্ঞ তাদের দিয়ে নির্বাচন করা হবে। যারা বিশেষ কোন দল বা ব্যক্তির সুবিধা দেখবে তাদের বিষয়টি বিবেচনা করা হবে না। তবে তফসিল ঘোষণার আগে এসব বিষয়ে আলোচনার দরকার আছে বলে আমি মনে করি না।

২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আজ রোববার থেকে নির্বাচনকালীন ৯০ দিনের ক্ষণগণনা শুরু হচ্ছে।

Leave a Reply