ময়মনসিংহে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহে হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার বিকালে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জহিরুল কবীর এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- এমদাদুল হক (২৪), জিয়াউল হক (২৩), আনিসুর রহমান (২২) ও মীর জাহান (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৫ই অক্টোবর রাতে তারাকান্দা উপজেলার মধুপুর এলাকার মুরগি ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ফকির বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে এবং তার কাছে থাকা প্রায় ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় নিহতের বড় ভাই হজরত আলী ফকির বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।