ম্যান ইউ ছাড়ছেন রুনি!
সামনের সপ্তাহেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়তে পারেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিরর দাবি করেছে, চাইনিজ সুপার লিগের একটি দলের সঙ্গে ৩০ মিলিয়ন ইউরোতে যোগ দিচ্ছেন রুনি।
আর ডেইলি সান জানায়, প্রতি সপ্তাহেই এক মিলিয়ন ইউরো পারিশ্রমিক হবে ইংলিশ অধিনায়কের। গুঞ্জন সত্যি হলে রুনিই হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।
মঙ্গলবার ম্যানইউ বস হোসে মরিনহো জানান, রুনিকে আটকে রাখার কোনো পরিকল্পনা নেই। এই মন্তব্যের পরই গুঞ্জনে লেগেছে জোর হাওয়া। মরিনহো বলেন, সামনের সপ্তাহে আমি থাকবো কিনা সেই বিষয়েই নিশ্চয়তা দিতে পারিনা। আরেকজনের ব্যাপারে কিভাবে বলবো
ডেইল মেইল জানায়, চাইনিজ সুপার লিগে এখনো রুনির যাওয়া নিশ্চিত নয়। বরং যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যেতে পারেন। তাকে নিতে আগ্রহী এভারটনও।