ম্যাথিউসের সেঞ্চুরিতে লড়াইয়ে শ্রীলঙ্কা
ম্যাথিউসের সেঞ্চুরিতে লড়াইয়ে শ্রীলঙ্কা
ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই জারি রেখেছে লঙ্কানরা। কলম্বো টেস্টের শেষ দিন শ্রীলঙ্কাকে ব্যাট হাতে নেতুত্ব দিচ্ছেন অধিনায়ক অ্যাঞেজেলো ম্যাথিউস। চাপের মুখে দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরি হাঁকালেন লঙ্কান অধিনায়ক । এতে ২৪৯/৬ সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। জয়ের জন্য দিনের শেষ সেশনে শ্রীলঙ্কার প্রয়োজন ১৩৭ রান। আর ভারতের চাই চার ফইকেট। দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক হাঁকালেন অভিণিক্ত তারকা কুসাল পেরেরা। নিজের উইকেট দেয়ার আগে ১১ বাউন্ডারিতে কুসাল পেরেরা করেন ৭০ রান। আগের দিনের ৬৭/৩ সংগ্রহ নিয়ে মঙ্গলবারও শুরুতেই লঙ্কানরা খায় ধাক্কা। দলীয় ৭৪ রানে উইকেট দেন লঙ্কান ওপেনার কৌশাল সিলভা। কলম্বোর সিংহলিজ ক্লাব মাঠে দুই ইনিংসে ভারতের সংগ্রহ ৩১২ ও ২৭৪ রান। প্রথম ইনিংস শ্রীলংকার সংগ্রহ ছিল ২০১।