মৌসুমীর ‘স্ক্যান্ডাল’
বিনোদন ডেস্ক: ‘স্ক্যান্ডাল’ নামে নতুন একটি ছবি পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। ইতিমধ্যে ছবির নামটি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিপিবদ্ধ করেছেন তিনি। বর্তমানে চলছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। ‘স্ক্যান্ডাল’ নামটি পছন্দ হওয়ায় মৌসুমী নামটি চূড়ান্ত করে আনুষঙ্গিক কাজ গুছিয়ে আনছেন। চিত্রনাট্য রচনার পর পরই শুরু হবে শিল্পী নির্বাচন। পরিচালক হিসেবে ‘স্ক্যান্ডাল’ হবে মৌসুমীর তিন নম্বর ছবি। এর আগে তিনি এককভাবে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং গুলজারের সঙ্গে যৌথভাবে ‘মেহের নেগার’ ছবি পরিচালনা করেন। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের শততম প্রযোজনায় ছবিটি মৌসুমী পরিচালনা করবেন বলে চূড়ান্ত হয়েছে। ‘স্ক্যান্ডাল’ ছবি প্রসঙ্গে মৌসুমী বলেন, সমসাময়িক ঘটনাবলী নিয়ে ছবির কাহিনী বিস্তৃত হচ্ছে। সুন্দর একটি ছবি উপহার দেয়ার চেষ্টা আমার আছে। আমার বিশ্বাস আমি সিনেমাপ্রেমী দর্শকদের একটি ভাল ছবি উপহার দিতে পারবো।