মোবাইল ফোনের সিম ও রিম কার্ডের দাম বাড়ছে
০৪ জুন, ২০১৫
নতুন অর্থ বছরে মোবাইল ফোনের সিম ও রিম কার্ডের দাম বাড়ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থবছরে মোবাইল ফোনের সিম ও রিম কার্ডের ওপর ধার্যকৃত সম্পূরক কর বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
এবারের প্রস্তাবিত অর্থ বিলে তা ২০ শতাংশ ধার্য করা হয়েছে। আগের অর্থবছরে এই কর ১৫ শতাংশ থাকলেও এবারের বাজেটে তা বৃদ্ধি করা হয়েছে।
জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী ২০১৫-১৬ অর্থ বছরের নতুন বাজেট উপস্থাপন করে আনীত অর্থ বিলে মোবাইলের সিম ও রিমে কর বাড়ানোর কথা বলেছেন।
বর্তমানে প্রতিটি সিম আমদানির উপর ৩০০ টাকা থাকলেও সম্পূরক করের প্রভাবে আগামী জুলাই মাস থেকে বাড়বে মোবাইল সীম কার্ডের দাম।
সেলফোন অপারেটররা সিম বিক্রির সময় গ্রাহকের কাছ থেকে এ অর্থ সংগ্রহ করে এবং পরে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। যেহেতু মোবাইল সিমের গ্রাহক দিন দিন বাড়ছে তাই রাষ্ট্রীয় কোষাগারের আয় বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।