মোবাইলফোনে বন্ধ্যাত্বের আশঙ্কা

05/04/2014 4:41 pmViews: 6

ঢাকা: বর্তমানের জটিল জীবনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে, প্রায় বেশিরভাগ মানুষই মোবাইল ফোনের সঙ্গে ২৪ ঘণ্টা কাটান। কিন্তু একজন মানুষ যদি দিনে চার ঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করেন, তাহলে তাতে তার যৌনজীবন প্রভাবিত হতে পারে। বাড়তে পারে বন্ধ্যাত্ব।

এক গবেষণায় দেখা গেছে, যারা মোবাইল থেকে ফেসবুক বা ওয়াটসঅ্যাপ চার ঘন্টার বেশি করেন তাদের স্বাভাবিক যৌনজীবন মারাত্মক ব্যাহত হয়। যৌন তৃষ্ণার ক্ষমতাও কমিয়ে দেয়।

গবেষকরা বলছেন, এর পেছনে মূলত আছে রেডিয়েশন বা বিকিরণ যেটা মোবাইল সেট থেকে বেরোয়। এই গবেষণার জন্যে কুড়ি জন পুরুষকে বাছা হয়েছিল, যারা বন্ধ্যাত্বের শিকার। আর ১০ জনকে বাছা হয়েছিল, যারা শারীরিকভাবে একেবারে সুস্থ।

গবেষকরা দেখেছেন প্রথম ২০জন যারা বন্ধ্যাত্বের শিকার তারা দিনে চার থেকে সাড়ে চার ঘণ্টার বেশি খোলা অবস্থায় মোবাইল ফোন নিজের কাছে রাখেন। সেখানে যারা সুস্থ তারা দুই ঘণ্টারও কম নিজের কাছে মোবাইল ফোন রাখেন।

পুরুষরা যদি নিজেদের যৌনজীবন পুরোপুরি উপভোগ করতে চান, তাহলে তাদের অবিলম্বে মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে ফেলা উচিত্, বলছে গবেষণা। তবে দুটি গবেষণায় কোথাও স্পার্ম কাউন্ট কমে যাওয়ার কথা বলা হয়নি। এ বিষয়টি আরো গভীরে গবেষণা চলছে বলে জানিয়েছেন গবেষকরা। সূত্র: ওয়েবসাইট।

Leave a Reply