মোদীর জনসভার দর্শক ওবামা!

05/02/2014 6:49 pmViews: 4

মোদীর জনসভার দর্শক ওবামা!
ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিজেপির নরেন্দ্র মোদীর জনসভা হোয়াইট হাউসে বসেই টিভিতে দেখছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমন একটি ছবি নিয়ে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ফেসবুকে প্রচুর শেয়ার হওয়া ওই ছবিতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট মোদীর ভাষণ টিভিতে দেখছেন। তবে সত্য ঘটনা হল ছবিটি তিন বছর আগে তোলা। ওবামা যখন হোয়াইট হাউসে বসে মিশরের তৎকালীন প্রেসিডেন্ট হুসনি মুবারকের বক্তব্য শুনছিলেন তখন ছবিটি তোলা হয়েছিল।

বিজেপির দাবি এই ছবিটির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। ফটোশপের কায়দায় মুবারকের মুখ কেটে মোদীর মুখ বসিয়ে দেওয়া হয়েছে। সাধারণ চোখে বোঝার উপায় নেই এটা আসলে কারসাজি।

Leave a Reply