মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের

25/01/2017 1:17 pmViews: 10
মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের
 
মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ ট্রাম্পের
মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর মোদীর সঙ্গে হওয়া এক ফোনালাপে ট্রাম্প এই আমন্ত্রণ জানান। ওয়াশিংটন জানায়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত যুক্তরাষ্ট্রের সত্যিকারের বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেন ট্রাম্প।
সেখানে আরো বলা হয়, দুই দেশের মধ্যকার এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারিত্বকে আরো দৃঢ় হওয়ার সুযোগ করে দিয়েছে, বিশেষত অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের মধ্যে মোদীকে স্বাগত জানাতে চায় তারা।
হোয়াইট হাউজ থেকে প্রেরিত ঐ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিশ্বে সন্ত্রাস মোকাবেলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন ট্রাম্প ও মোদী।
নিজ নির্বাচনী প্রচারণায় বরাবরই ভারতেই বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন ট্রাম্প। আমলাতন্ত্র পুনর্গঠন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ট্রাম্প মোদীর প্রশংসা করেন। বিবিসি।

Leave a Reply