মোদি সফর: ‘স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে সম্মতিপত্র সাক্ষর’
মোদি সফর: ‘স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে সম্মতিপত্র সাক্ষর’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সকল বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দ্বিপক্ষীয় বৈঠকে বহু প্রতীক্ষিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য দুই দেশের প্রধানমন্ত্রী একটি সম্মতিপত্রে স্বাক্ষর করবেন। এ ছাড়া একটি যৌথ ইশতেহারেও স্বাক্ষর করবেন।
শুক্রবার সকালে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ভারত বাংলাদেশের পুরনো বন্ধু ও নিকটতম প্রতিবেশী। বাংলাদেশের দুর্দিনে ভারত বিভিন্নভাবে সহায়তা করেছে। নরেন্দ্র মোদির সফরে ঢাকা-নয়াদিল্লির সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে। নরেন্দ্র মোদি বলেছিলেন, তিনি স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করবেন। ভারতের প্রধানমন্ত্রী তার কথা রেখেছেন। এটা সবচেয়ে বড় পাওয়া। নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানানোর জন্য ঢাকা প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘নরেন্দ্র মোদি আসার পর স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে দুই দেশ একটি সম্মতিপত্রে অনুস্বাক্ষর করবে। এর পর ছিটমহল বিনিময় শীঘ্রই শুরু হবে। এ বিষয়ে দুই দেশই দুই দেশকে তালিকা দেবে। এর পর দুই দেশের কমিটি মিলে মাঠপর্যায়ে কাজ করবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে সম্মাননা দেওয়া হবে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বিশিষ্টজনদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি বক্তৃতা দেবেন। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, যোগাযোগ, প্রযুক্তি, পানি, অবকাঠামো খাতে সমাঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।’
জানা গেছে, বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তায়ও থাকছে বিশেষ ব্যবস্থা। মোদি ঢাকায় বুলেটপ্রুফ একটি গাড়িতে চড়বেন, যা নয়াদিল্লি থেকে ঢাকায় আসবে। ভারতের প্রধানমন্ত্রীর গাড়ির নিরাপত্তায় সামনে ও পেছনে থাকবে এসপিজির (ভারতের বিশেষায়িত নিরাপত্তা বাহিনী স্পেশাল প্রটেকশন গ্রুপ) কয়েকটি বিশেষ গাড়ি, যা ভারত থেকে আনা হবে। নয়াদিল্লি থেকে বিশেষ চার্টার বিমানে চড়ে ঢাকায় নামবেন মোদি।