মোদি বিরোধী লিফলেট বিতরণ করায় গ্রেফতার ৩

04/06/2015 1:48 pmViews: 3

মোদি বিরোধী লিফলেট বিতরণ করায় গ্রেফতার ৩

০৩ জুন ২০১৫,বুধবার,

 

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির আসন্ন বাংলাদেশ সফরের বিরোধিতা করে আজ বুধবার জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি সংগঠনের লিফলেট বিতরণকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সুমন মল্লিক (২৯), ওবায়েদ ভূঁইয়া (৩৩) ও ফয়সাল আহমেদ (২৮)।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, বুধবার বিকেল ৫টার দিকে একদল যুবক জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে। লিফলেটে নরেন্দ্র মোদিকে গুজরাটে গণহত্যাকারী, মৌলবাদী ও দাঙ্গাবাজ হিসেবে উল্লেখ করে। এতে বলায় হয়, মোদি তুমি ঢাকায় এসো না। তোমার সফর বাতিল করো।

ওসি আরো জানান, লিফলেটের বিষয়বস্তু জানার পরই পুলিশ তাদের ঘেরাও করে। এসময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হবে।

Leave a Reply