মোদি-খালেদা বৈঠক গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে কথা হয়েছে : মঈন খান
মোদি-খালেদা বৈঠক
গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে কথা হয়েছে : মঈন খান
০৭ জুন ২০১৫,রবিবার, ১৭:৩৩
নরেন্দ্র মোদি-খালেদা জিয়া বৈঠকে বাংলাদেশে গণতন্ত্রের অনুপস্থিতি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
হোটেল সোনারাগাঁওয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষে রোববার বিকেল পাঁচটার কিছু আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।
আজ রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই বৈঠক শুরু হয়।
গণতন্ত্র ব্যতিরেকে উন্নয়ন হতে পারে না উল্লেখ করে ড. মঈন খান বলেন, আজকের বাংলাদেশে গণতন্ত্র পরে হবে উন্নয়ন আগে হবে সেটা হতে পারে না। যদি না দেশে বিচারব্যবস্থা সবার ওপরে না থাকে। যদি না দেশে পুলিশ বিভাগ সম্পূর্ণ শান্তি-শৃঙ্খলা বিরাজ করতে না পারে।
ড. মঈন জানান, বিএনপি প্রতিনিধিদলের সাথে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেগম খালেদা জিয়ার একান্ত বৈঠক হয়েছে। তারা ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন বলেও তিনি জানান।
বৈঠকে খালেদা জিয়ার সাথে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান,নজরুল ইসলাম খান, তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমান, উপদেষ্টা ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ।
বিকেল পৌনে ৫টায় বৈঠক শেষে তারা বের হন।