মোদির সফরে কংগ্রেস ও আ.লীগের সম্পর্ক ছিন্ন হয়েছে: এমাজউদ্দীন

10/06/2015 4:52 pmViews: 5

মোদির সফরে কংগ্রেস ও আ.লীগের সম্পর্ক ছিন্ন হয়েছে: এমাজউদ্দীন

amajuddin
নিজস্ব প্রতিবেদক,
ঢাকা প্রতিদিন ডটকম:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দীন আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে কংগ্রেস ও  আওয়ামী লীগের সম্পর্ক ছিন্ন হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ভারতীয় প্রধানমন্ত্রীর সফর: “প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দীন আহমেদ বলেন, ভারতের কংগ্রেস সরকারের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক রয়েছে। তেমনি আওয়ামী লীগের সাথেও তাদের নারীর সম্পর্ক । ৫ জানুয়ারি কংগ্রেসের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সেন এরশাদের সাথে বৈঠক করে নির্বাচন গুছিয়ে দিয়েছেন। এমনকি এরশাদকে হুমকি দিয়ে নির্বাচন করিয়েছেন। মোদি বাংলাদেশে এসে খালেদা জিয়ার সাথে বৈঠক করায় কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে কিনা জানি তবে সর্ম্পক আগের মতো শক্তিশালী নাই।

তিনি বলেন, বর্তমান সরকার জনসমর্থন বিহীন সরকার। নিজেদের দাবি শক্তভাবে তুলে ধরতে না পেরে নরেন্দ্র মোদির দোষ দিয়ে লাভ নেই। দাবি আদায়  করতে হলে দক্ষ লোক দিয়ে যৌক্তিত ভাবে দাবি উপস্থাপন করতে হয়। আর এ জন্য একটি শক্তিশালী সরকারের প্রয়োজন। যেহেতু এ সরকার একটি দুর্বল সরকার । তাদের জনসমর্থন নেই ।তাই তারা শক্তভাবে দাবি করতে পারে নাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক  এই ভিসি বলেন,  আমরা আশা করেছিলাম  মোদির এই সফরে তিস্তা চুক্তি হবে। তা হয়নি। আশা দিয়েছেন। আমাদের প্রত্যাশা পুরনের জন্য এই বিষয়ে যাদের জ্ঞান আছে তাদের নিয়ে আলোচনা করতে হবে। জনগণের সমর্থন নিয়ে এ তিস্তা চুক্তির দাবি জোরালো করতে হবে।  জনসমর্থন হীন সরকার দিয়ে এ দাবি আদায় করা সম্ভব নয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আমরা কিছু পাইনি এমন বলবো না। বেগম খালেদা জিয়ার সাথে মোদির ১৫ মিনিটের একান্ত বৈঠক হয়েছে। এটি একটি বিরাট প্রাপ্তী। বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানি না। তবে আমি বিশ্বাস করি খালেদা জিয়া সময় নষ্ট করেননি।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য শাহ্ মো. আবু জাফর আহমেদ প্রমুখ।

Leave a Reply