মোদির সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি
মোদির সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপি কখনও ভারতবিরোধী রাজনীতি করেনি, করবেও না। বিএনপি দেশের স্বার্থে কাজ করে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। এটি দেশের অভ্যন্তরীণ ব্যাপার। সারা বিশ্ব তা জানে। অভ্যন্তরীণ এ বিষয়টি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কথা বলবেন, তা বিএনপি প্রত্যাশা করে না। কিন্তু তিনি এ-ও বলেন, প্রতিবেশী দেশে গণতন্ত্র বিন্যস্ত হোক, তা হয়তো সবাই চায়।
তিনি বলেন, মোদির বাংলাদেশ সফরে আলিঙ্গন-অভ্যর্থনা দেয়ার জন্য দেশের মানুষ ও বিএনপি প্রস্তুত। আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তাকে স্বাগত জানাই। আশা করি মোদির বাংলাদেশ সফরে অমীমাংসিত ইস্যু সমাধান হবে।
বাংলাদেশের সঙ্গে ভারতের সস্পর্ক উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ভারত সরকার বলে আসছে তারা কোন বিশেষ দলকে গুরুত্ব দিচ্ছে না। তারা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কের বিষয়ে গুরুত্ব দিচ্ছে।