মোদির সঙ্গে সাক্ষাতের পর হতাশায় ভুগছে বিএনপি : হানিফ

09/06/2015 5:20 pmViews: 10

মোদির সঙ্গে সাক্ষাতের পর হতাশায় ভুগছে বিএনপি : হানিফ

০৯ জুন ২০১৫,মঙ্গলবার

ফাইল ছবি 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির নেতারা হতাশায় ভুগছেন। কারণ নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতে যে আলোচনা হয়েছে তা থেকে তারা বুঝতে পেরেছেন যে ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না।
রাজধানীর মিরপুরের পুলিশ কনভেনশন সেন্টারে আজ মঙ্গলবার দুপুরে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ডেন্টাল সোসাইটি নির্বাচন-২০১৫ উপলক্ষ্যে ওই পরিচিতি ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
হানিফ বলেন, খালেদা জিয়া রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানি বন্ধুরা ক্ষমতায় বসাতে পারবে না বুঝতে পেরেই খালেদা জিয়া এখন ভারত বন্দনায় মর্ত্য হয়েছে।
ডা. এস এম ইকবালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডব্লিউ, ডা. নাসিরুল ইসলাম, ডা. আজম খান, ডা. মোরশেদ মাওলা প্রমুখ।

Leave a Reply