মোদির বাংলাদেশ সফর নিয়ে মন্তব্য করতে নারাজ যুক্তরাষ্ট্র
মোদির বাংলাদেশ সফর নিয়ে মন্তব্য করতে নারাজ যুক্তরাষ্ট্র

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেফ রাথকে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ককে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে সফরের বিষয়ে আমার কাছে বিস্তারিত কিছু নেই, আর কোনো মন্তব্য নেই। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বিফ্রিংয়ের প্রশ্নোত্তর পর্বটি তুলে ধরা হলো-
প্রশ্ন : আপনাকে ধন্যবাদ জেফ। গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। সফরটি ছিল তাৎপর্যপূর্ণ। যে কারণে আমি জিজ্ঞাসা করছি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ সফরের ওপর গুরুত্ব দিয়ে সংবাদ ছেপেছে। ওয়াশিংটন পোস্টেও এ সংক্রান্ত রিপোর্ট দেখেছি। প্রেসিডেন্ট ওবামা ভারত সফরের সময় আঞ্চলিক স্থিতি, নিরাপত্তা ও গণতান্ত্রিক বিকাশের উপর গুরুত্বারোপ করেছিলেন। ভারত সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমি প্রেসিডেন্টের নিরাপত্তা পরিচালক ফিল রেইনারের কাছে সফর বিষয়ে জানতে চেয়েছিলাম। জবাবে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশসহ এ অঞ্চলে শান্তি, স্থিতি ও গণতন্ত্র শক্তিশালী করা নিয়ে প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী মোদি কথা বলেছেন। আর তাই আপনি কি মনে করেন, প্রধানমন্ত্রী মোদির এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ শান্তি, স্থিতি ও গণতন্ত্র শক্তিশালী করার সঠিক পথে অগ্রসর হচ্ছে?
রাথকে : প্রধানমন্ত্রীর ( মোদির) বাংলাদেশ সফরের বিষয়ে সত্যিকার অর্থে আমার কোনো মন্তব্য নেই। অবশ্যই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ককে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে সফরের বিষয়টিতে আমার কাছে বিস্তারিত কিছু নেই। আর কোনো মন্তব্যও নেই।