মোদির বাংলাদেশ সফর নিয়ে মন্তব্য করতে নারাজ যুক্তরাষ্ট্র

11/06/2015 1:27 pmViews: 5

মোদির বাংলাদেশ সফর নিয়ে মন্তব্য করতে নারাজ যুক্তরাষ্ট্র


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক বাংলাদেশ সফর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেফ রাথকে বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ককে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে সফরের বিষয়ে আমার কাছে বিস্তারিত কিছু নেই, আর কোনো মন্তব্য নেই। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিফ্রিংয়ের প্রশ্নোত্তর পর্বটি তুলে ধরা হলো-
প্রশ্ন : আপনাকে ধন্যবাদ জেফ। গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। সফরটি ছিল তাৎপর্যপূর্ণ। যে কারণে আমি জিজ্ঞাসা করছি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এ সফরের ওপর গুরুত্ব দিয়ে সংবাদ ছেপেছে। ওয়াশিংটন পোস্টেও এ সংক্রান্ত রিপোর্ট দেখেছি। প্রেসিডেন্ট ওবামা ভারত সফরের সময় আঞ্চলিক স্থিতি, নিরাপত্তা ও গণতান্ত্রিক বিকাশের উপর গুরুত্বারোপ করেছিলেন। ভারত সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমি প্রেসিডেন্টের নিরাপত্তা পরিচালক ফিল রেইনারের কাছে সফর বিষয়ে জানতে চেয়েছিলাম। জবাবে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশসহ এ অঞ্চলে শান্তি, স্থিতি ও গণতন্ত্র শক্তিশালী করা নিয়ে প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী মোদি কথা বলেছেন। আর তাই আপনি কি মনে করেন, প্রধানমন্ত্রী মোদির এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ শান্তি, স্থিতি ও গণতন্ত্র শক্তিশালী করার সঠিক পথে অগ্রসর হচ্ছে?

রাথকে : প্রধানমন্ত্রীর ( মোদির) বাংলাদেশ সফরের বিষয়ে সত্যিকার অর্থে আমার কোনো মন্তব্য নেই। অবশ্যই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুসম্পর্ককে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তবে সফরের বিষয়টিতে আমার কাছে বিস্তারিত কিছু নেই। আর কোনো মন্তব্যও নেই।

Leave a Reply