মোদির কাছে বিএনপির প্রত্যাশা
০৬ জুন, ২০১৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনো দলের না হয়ে গণতন্ত্রের স্বার্থে পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ বলেছেন, মোদি গণতন্ত্রের প্রবর্তক। তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে যেটুকু তার শিষ্টাচারের মধ্যে পড়ে, তিনি সেটুকু করবেন।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে যুবদল আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, ভারত দাবি করে তারা গণতান্ত্রিক দেশ। ভারত নিজেদের স্বার্থে গণতন্ত্র নিয়ে কাজ করে। কিন্তু ভারতের কংগ্রেস সরকার ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনে এমন এক দলকে সমর্থন দিয়ে বিনা ভোটের সরকার প্রতিষ্ঠিত করেছে।
আওয়ামী লীগ প্রচার-প্রচারণায় এগিয়ে উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত চুক্তি ও ছিটমহল বিল পাস নিয়ে ঢাক ঢোল বাজিয়েছে আওয়ামী লীগ। আসলে এসব বিল পাস হয় নাই। যে বিল পাস হয়েছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। সীমান্ত ও ছিটমহল বিল পাস হলে দেখবেন ভারত কতটুকু নিল আর বাংলাদেশ কতটুকু দিল।
হান্নান শাহ বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। তিনি স্বাধীনতার প্রথম ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমানকে নিয়ে বিএনপির ব্যর্থতা আছে। বিএনপি এবার ক্ষমতায় এলে শুধু জন্মদিন আর মৃত্যুদিনের আলোচনা নয়, তাকে নিয়ে সব সময়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। সঠিক ইতিহাস জনগণকে জানাতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এসময় আরো বক্তব্য দেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জআমান রিপন প্রমুখ।