মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

18/05/2014 9:41 pmViews: 5

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
ঢাকা : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে মোদিকে তিনি বাংলাদেশ সফরে আসারও আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মাহবুবুল হক শাকিল বলেন, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সরকার, জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন।

শাকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ সব সময় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও যে কোনো সমস্যা সমাধানে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Leave a Reply